_____তুমি মনে

আমি খুব কাছে তোমার বাতাসে
তোমার ঘ্রাণ খুঁজি বারে বারে
খুব ক্লান্ত মনে খুঁজি তোমাকে
নিজের মাঝে পাই খুঁজে চোখ বুঝে
আমি দেখি তোমায় অবচেতন মনে
জানি না কোন কারণে
বসে থাকো প্রেম চোখে।

_____রুকন