তুমি মন পাখি___

কতো কথা থাকে বুকের গভীরে
যতনে, খুব যতনে ঝিনুকের মতো করে
কান পেতে শুনে দেখো আমার এই বুকে
আগলে রাখি যতনে তোমায় শোনাবো ভেবে।
প্রিয় নাম ধরে ডাকি যখন তোমার নামটি ধরে
জেনো আমাকেই খুঁজে পাই তোমার নামের মাঝে
এতটা পরিচিত নাম জেনো ক্লান্তি মিটে যায়
তোমার নামে আমি সুখী এতটা পেয়েছি বলে।