এই হৃদয় কম্পনের শব্দ তুমি কি শোনো?
রক্ত চলে এই হৃদয়ের মাঝে তুমি ক বোঝ?
নিঃশ্বাস হয় অনেক ভারী মস্তিষ্ক বুঝে যায়
কি চলছে তার গগনে, কি ভাবছে এই মুহূর্তে।
বেচে থাকার যুদ্ধ প্রতিটি শ্বাস অস্ফুট স্বরে
কান্না সুরে আবার ঘুরে দাঁড়ায় আলো দেখে,
ভেংগে পরে অকেজো নিঃশ্বাস তুমিতো বুঝ
কোন সুরের মূর্ছনা বাঁচার পিপাসা জাগে?
গগনে জমে অভিমান, মেঘের মতো শীতল
অন্ধ আমি অবুঝ দিন ঘনিয়ে রাতে ফিরি
নিয়ম করে হাওয়া আসে, প্রবল দাবদাহ না
তাই বুঝি বেঁচে থাকা এই অহেতুক বাহানা।