_____তুমি আমার____

প্রিয় রঙ ছুঁয়ে তোমাকে খুঁজে পাই
মনে প্রশান্তি মেলে তোমায় দেখে
প্রিয় নাম ধরে ডাকলে তোমাকে
মলিন সুখ মনের জোয়ারে ভাসে
অবুঝ চাওয়া পাখির মতো উড়ে
তুমি নামে ঘ্রাণ থাকে চারিপাশে।

____রুকন____