তাকিয়ে আছে অপেক্ষার ক্ষণ
ঝর্ণা গুলো ডাকছে কাছে
মিটি মিটি ভাবনার পাতায় মন
তোমায় পাবো, নয় মিছে।
ঘড়ির কাটায় সময় ডাকে
তুমি ভেজাবে কোন ফাঁকে?
কুয়াশায় ভেজা তোমার ছোঁয়া
চাদরে জড়াবো তোমায় পেয়ে।
কতো মায়ার রঙ্গে মুখ দেখি
আল্পনার চোখে ছন্দ মাখি
ক্ষণে ক্ষণে মনে পরে দু-চোখ
তোমার সুর জাগে মনে প্রাণে।
ভোর হলে কাটে না সময়
তুমি ডাকবে বলে আলোয়
ঘুম চোখে প্রেম বেধে বুকে
জড়াতে চাই সুখের প্রলয়ে।