তোমার পিপাসা____
বড়ো একা একা লাগে নিজেকে
যদি তুমি না থাকো পাশে,
শত মানুষের ভীরে ও যেন
তোমার পিপাসা না মিটে।
দেখি মন ভরে চোখের পাতায়
তবুও যেন কমতি থেকে যায়।
তাই বারে বারে দেখতে চাই
ছুটে আসি বৃষ্টির ফোটায়,
আঁকতে চাই নিজের মাঝে সব
অনন্তকাল তোমার ছায়ায়।
মুগ্ধ করেছো যেন অঝর সুখে
মিটবে না কখনও দেখে,
অন্তরে বেধেছি সব মুগ্ধ কবিতা
বুঝে নিও আমার মন ছুঁয়ে।
বেধেছি বাঁধন যতো সুরের কথায়
তোমার হৃদয়ের গোধূলির ছোটায়।
রুকন______