তোমার অধ্যায়___

আমার চেতনায় তোমার অধ্যায়
বিকেল শেষে বিশেষ সন্ধ্যায়
জেগে থাকো বাঁচার ইচ্ছে তারায়
রোজ রাতে আলোকিত ধারায়

জীবনের সব প্রান্তে আছো তুমি
হাত ধরে সকালে পাশে বসো তুমি
চন্দ্রগ্রহণ আলোকিত জীবনের
তুমি অপরুপ জ্যোৎস্না এই হৃদয়ে

ফুলের মতো বর্ণ তোমার হাসি
সবকিছু তে মনে তোমাকেই ধারণ করি
মৃদ্যু কণ্ঠের আবেশে তুমি ময় দিঘি
তোমায় নিয়ে জ্যোৎস্না বুনে নিরবধি

Rukon___