__তোমার মুঠো__
তুমি আমার সারাবেলা
সকাল বিকেল রাতের তারা,
মনের মাঝে পুষতে থাকি
নিজের মতো হাজার ছবি।
নির্ভয়ে ধরেছ হাত দুটো
গেঁথেছ বিশ্বাসের সুতো।
জীবনের সব কিছুতে রেখেছ আমায়
তোমার মনের পবিত্র মনি কোঠায়,
এর থেকে সুন্দর কিছু পাবো না জানি
তাই আমি ধারণ করেছি রক্তের শিরায়।
বুঝে গেছি তুমি কি আমার
যত্নে গড়া সুরের ঠিকানা
তোমায় দেখে মিটে আমার
মনের তৃষ্ণার্ত পিপাসা।
যতনে রাখবো হাত দুটো
বাঁচতে চাই ধরে এই মুঠো।