___তোমার হলুদ ওড়না____
তোমার হলুদ রঙের ওড় নায়
লেগে থাকে সম্ভাবনা র ঘ্রাণ
থেকে থেকে বেজে উঠে তোমায় চাওয়া
আমার বিকেল ঘড়ির কাঁটায়
ডুবে থাকি তুমি চারিপাশে আছো ভেবে
মৃদ্যু হাঁসি ঠোঁটের কোণে একলা এই গোপনে।
চুপি চুপি একে যাই মস্তিষ্কের অতলে
রঙ তুলির আঁচর জেনো তোমার হাঁসি টা ঘিরে
অপরূপ কল্পনা মনটা জেনো আমায় নয়
তুমি জেনো মিশে থাকো ভাবনার গভীরে
ঘড়ির কাটা মনে মনে সময় গুনতে থাকে
তুমি বুঝি পাঠিয়েছ কিছু গল্প সময়ের ফাঁকে।
____রুকন___