তোমার চোখের সাগরে
ডুবেছি আমি গভীরে
যতো দেখি হারিয়ে যাই
অজানা নীল সাগরে।
গেথেছো মায়ার মালা
সাজিয়ে সারাবেলা
অবুঝ মন খুঁজে তাই
তুমি ময় তাঁরার মেলা।
মিশে থাকি চেনা ঘ্রাণে
দূর থেকে তোমার সুরে
জ্বালিয়ে আলোর মিছিল
জাগিয়ে রেখো প্রতি রাতে।
ধ্রুব তারা ভাবতে শেখায়
তুমি ছাড়া পারবো না
আমার এই পৃথিবীতে
তুমি ছাড়া বেঁচে থাকতে।
ভোর হলে তোমার নেশা
কানে ছন্দের মতো করে
প্রতিদিন রাখবে আমায়
তোমার প্রেমে ডুবে থাকতে।
মলিন চোখে সাজাবো আমি
ইচ্ছে র সমান প্রেম দিয়ে
আলোতে আঁধারে সবখানে
জড়িয়ে রেখো আমাকে।