~সৃষ্টার্থনাদ
পৃথিবী দেখতে ভীষণ সুন্দর
আমার চোখে ও ঠিক তাই
ধ্যানে, জ্ঞানে, আলো, আঁধারে
আমি শুধু স্রষ্টাকে খুঁজে পাই।
কে আছে দ্বিতীয় ক্ষমতাধর?
একক এই পৃথিবীর মূলে?
একজন ই মহান, আঁধারে আলোতে
নিঃশ্বাসে সজীবতা থাকে মিলিয়ে।
দয়ার প্রাচুর্য, অসীম তিনি
বিশ্বাসির কাছে তার সংজ্ঞা মেলে,
সৃষ্টি আছে যা কিছু, তারই প্রার্থনা তে
দিনে রাতে শুধু অনুগ্রহ শিকার করে।
~রুকন