তুমি আমার স্বপ্ন প্রেমি
বৃষ্টি দিনের কোমল অনুভূতি
তুমি মনের কোণে জমে থাকা
উষ্ণ ছায়ার মেলা প্রয়াসী
তুমি তুমি তুমি সারাবেলা
স্বপ্ন জাগে হৃদয় মাঝে
তোমায় দেখার মেঘ সাজে
যাবে কি আমার সাথে?
যেখানে মেঘেরা আছে দল বেধে
সুখের পেয়ালা বাসর সাজিয়ে
তুমি মাথা রাখবে আমার বুকে।