স্বপ্ন দেখেছিলাম বিশাল হবো
পাথরের গায়ে নাম লেখাবো
নগণ্য আমি শুধু স্বপ্ন দেখেই যাই
রক্ত দিয়ে কি আর নাম লেখা যায়?
জীবন পথে অদৃশ্য শিকল পায়ে জড়িয়ে
এগোতে গিয়ে শতবার পেছনে যাই পরে
ক্ষুধা নিয়ে খুঁজে ফিরি কিছু শব্দ
পথের মাঝে দাঁড়িয়ে হয়ে স্তব্ধ
ধরতে চাই বেচে থাকার শেষ ইচ্ছে
জেনো বেচে থাকা টা না হয় মিছে।