স্বপ্নের পরিধি___

জীবনের এক-পাশে স্বপ্নের পরিধি
আরেক পাশে সূর্যকে সাক্ষ্যি রাখা,
নিঃস্ব তাকে বাজি রেখে, প্রতিজ্ঞা
খুঁজে যাই আজো আমি, আমার।
দ্বি ধার সাগরে অথৈ পানি জমা
জেগে থাকার পিপাসা হীন সীমা
অর্থের গভীরে নেই কোনো লোভ
বালুচরে অচেনা আমি শুধু ক্ষোভ।

রুকন___