প্রতিশ্রুতি_

বেলা গড়াবে পাখিরা আসবে ফিরে
সেই ঘরে মায়ার টানে প্রাণের নীড়ে
আপন বলতে এই পরিচয় স্বার্থহীনে
ক্লান্তি ভুলে সুখ অপেক্ষা সুতোর টানে।

মানুষ বলতে সেইটুকু আপন বন্ধনে
ততোটুকুই প্রাপ্তি যে মায়ায় সব ঘিরে
অর্থ বৃত্ত পূরণে নয় শুধু, দায় ও নিয়ে
আগলে রাখার প্রতিশ্রুতি সত্য লয়ে।

পূর্ণতা আসবে আবার কষ্ট ও আসবে
নিয়ম করে আগলে রাখা শিকড় ধরে,
হৃদয় স্পন্দন থেমে যাবে কান্নার সুরে
তবুও স্তব্ধ আসনে অটুট থাকতে হবে।

পৃথিবী কোনো স্বর্গ নয় তাই মেনে নিয়ে
সামনের পথ মুঠোতে মিলিয়ে নিজেকে
যে রঙ আপন সে রঙ বুকে নিয়ে পথে
ধোঁয়াশা বদলে যাবে বিবর্তনের স্রোতে।

Rukon_