নিঃশেষ____
ঋতু রা বদলে যাবে, বদলে যাবে সব ঘ্রাণ
ছায়া রা হারিয়ে যাবে, জাগবে রোদের ত্রাণ
মুছে যাবে সব গ্লানি, আবার জাগবে বিরল
হারিয়ে যাবে সবুজ, বসন্তের সব অবিচল
ফুরিয়ে যাবে রাত, আসবে অচেনা ভোর
আমি শুকিয়ে গেলেও, থাকবে কিছু আদর
কিছু মায়া থাকবে, ক্ষুদ্র গোলাপের কাটায়
কান্না হয়ে থাকবে, রোজ গোধূলির ছোটায়
ফেলে আসা শ্রাবণ মাখা, শৈশবের কাদায়
মুছে যাবে ইচ্ছের ঘাস, শেষবার চাওয়ায়
বেড়ে যাবে পৃথিবী এক, ঘুমন্ত দোটানায়
আমার সত্তা ধুলোয়, মিশবে ধুসর কাদায়