নিঃশ্বাসের কাছে তুমি___

আমার শীতল অনুভূতি জুড়ে
তোমার বিশাল বসবাস,
হোক নীরব আর কোলাহল সময়
তবুও তোমার উপস্থিতি সবটা জুড়ে।
স্বপ্নের মাঝে ও তুমি আসো
বুকের নিঃশ্বাসের খুব কাছে,
মোমের মতো গলতে থাকো
সারাক্ষণ আমার কোমল স্পর্শে
শতো সুখের উল্লাসে।

Rukon____