~নীলিমা

আমার নীল আকাশে
তুমি মেঘের পেয়ালা
শ্রাবণ ও দিনে মেঘের ফাঁকে
রোদ তুমি লুকিয়ে থাকা।

আমার জোয়ারে তুমি
বর্ষা ঘেরা নীলিমায়
জ্যোৎস্না ঘেরা পূর্ণিমাতে
তুমি আলোকিত প্রতিমা।

আমার স্পর্শে তুমি
লাজুক পদ্ম ফোটা
রাত ভর পাহারা তে
লজ্জাবতীর উপমা।

তুমি আমার প্রার্থনা তে
অনেক চাওয়ার কবিতা
তুমি বাগানে একটাই ফুল
জেনো মুক্তা ঝরা হাসিটা।

-Rukon