___কাঠগড়া

প্রথম দিগন্তের সুখ মুগ্ধতায় ছড়ায়
শেষ বেলায় সুখ তিক্ততা ও জড়ায়,
কে আছে আধ ভাঙ্গা চাঁদ টার পূর্ণতায়
শ্রেষ্ঠ ভেবে নিয়ে রাতে থাকে পাহাড়ায়?

ঐ দিকে তাকিয়ে দেখো রাত্রি আঁকাশ
অচেনা চন্দ্র পুকুরে রোজ নাইতে নামে,
দিনের আলোয় ঠিক নিজেকে নিয়ে মাতিয়ে,
অজস্র কাঠগড়ায় রাখিনি, রেখেছে পথ চলায়।

স্বর্গহারা নয়, শুধু চিন্তার প্রকোষ্ঠ বন্ধনহীন
লাল চোখে জীবনের পাতা না হয় বে রঙিন
কি আসে যায় অন্ত শূন্য জীবন্ত কাঠগড়ায়
চোখের পলক আহত তবুও চলবে পিপাসায়।

__Rukon