জীবনের অভিধান____
রুকন____
জন্ম ছিল এক ক্ষুধার চাদরে
জড়িয়ে ছিল শিক্ষা অসীম,
নানা রঙ্গে ছিল জীবন অভিযান
আজও আছে জীবনের অভিধান।
বুঝতে শিখেছি সব অধিকার
তুচ্ছ আমি, আমার এ চিত কার।
প্রয়োজনে র বাইরে যায়নি কভু
সেটা ছিল ভাল থাকার অশ্রু,
এই মাত্রায় বুঝে গেছি সব
নিজেকে রেখেছিলাম গুটিয়ে নীরব।
এই ক্লান্ত ক্ষণে বলতে চাই
ভাল থাকায় কৃতজ্ঞ সব বদল
সেই সময় ছিল ভীষণ সমতল।