জানবে না কেউ সেই কথা____

জানবে না আর কেউ সেই কথা  
দিয়েছিলে তুমি আমায় ব্যথা
যদি নিবব খেয়ালে মনে পরে  
দু-চোখে জল ছুঁয়ে গেলে নিরবে
ডাকবো না আর কখনো ভুলে।

রুকন___