______দীপ্ত__________

প্রাণের সাথে গাঁথা প্রাণের প্রিয় বন্ধন
আছে স্বপ্ন আছে নিঃশ্বাস কোমল স্পন্দন
আছে ধৈর্য তাই, হবো উজ্জ্বল দীপ্ত
জ্ঞানের শিখায় পুরবো আমি হতে সিক্ত।

মুক্ত করে দুঃখ বাতাস, হতে সূক্ষ্ম
আমি শুধু জ্ঞান কুড়াবো মুছতে দুঃখ
জন্ম আমার আলোক স্পর্শে, এক পবিত্র
রেখে যাবো জ্ঞানের সুবাস, হতে তীর্থ ।

অক্ষত এ  নামে, হবো গুণান্বিত
পারবো ছুঁতে পাহাড়, হবে প্রমাণিত
ভাল মন্দে বিবেক বুদ্ধি আলোর মতো
নতুন জয়ে আমি জয়ী, হতে ধূর্ত।

আমার নিয়ে লেখা ক্ষুদ্র মূল্য পঙক্তি
দিতে পারবে না কোনো, সুখের রাজ্য
পারবে শুধু জাগাতে আমার চুপ, শিহরণ
মনের মাঝে বেঁচে থাকার খুব, প্রলোভন।