চুপ মৃত্যু___

আমার সময়ের কাটায়
বাজছে তোমার নূপুর
তোমার দ্বিধা র পুকুরে
ডুবছে আমার দুপুর।

তোমার পাশে নেই আমি
তবুও কাটে সময়, ঘ্রাণে তুমি
বুঝতে কি পারছ কথা?
ধুকে ধুকে দিচ্ছো ব্যাথা।