________চিন্তার প্রবাহ
অন্ধের অকথ্য ভীরে, অন্ধ চিন্তার প্রবাহ হয়
স্থবির কালো ভুলের প্রসারে, আত্মার ক্ষয় হয়
দেখো কোন রক্তের সংগ্রাম, তোমার মাঝে বয়
নিজস্ব প্রতিচ্ছবি ক্ষুণ্ণ করে, ভুল কেনো ধরছ তুলে?
এভাবে পাবে না স্বর্গ পথ, এই কালো প্রান্তরে।
তাকিয়ে দেখো নিজের মাঝে, তুমি কোন সুরের তাল?
কোন নীতি, কোন সংগ্রামে করছো নিজেকে বেতাল
অকথ্য ভাষা, বে সুরের দলে, নিজের চিন্তা করছো বিলীন
তুমি ঘৃণ্য নও, তবু কেনো ঘৃণার চাদর গায়ে করছো মলিন?
নির্বোধ অনুভূতি পরবে ছড়িয়ে সবার মাঝে অশালীন।
তুমিও মিশে আছো আলোতে, ভাবছো এটা অক্ষয়?
তুমি ফিরতে পারবে চর্চিত জ্ঞানে, ভুলের ডানা হবে ক্ষয়
ফিরে এসো ব্যক্তিত্ব কুড়োতে জ্ঞানের অভিধানে
তাকিয়ে দেখো সবাই খুঁজবে সবুজ প্রতিদানে।
________রুকন ইসলাম