_____বুকের ভেতরে
জানি না কোন খেয়ালে
মনের গহীন কোণে
তুমি নামের ঝরনা নামে
চোখ বুঝে দেখি তোমাকে।
বুকের ভেতর শান্ত রোদ
নিরন্তর আলো মেলে
জাগিয়ে রাখে অগোচরে
তোমার ঐ স্পর্শ দিয়ে।
চাঁদের আলো মুখটি ছুঁয়ে
তোমার নিয়ে চিঠি লিখে
আমার পাঁজরে ভেসে আসে
তোমার কণ্ঠ বাতাসে আমার কানে।
____রুকন_