অসীম চাওয়ায় বিষাদের ছাপ
কতোই না গভীর নির্বাক সংশয়
সময়ের কাটায় মুছে যাবে সব
ফেলে আসা পেছনের উল্লাস।

জীবনের কোনো এক বিকেলে
মুখ তুলে আকাশ প্রাণে তাকিয়ে
চিৎকারে নিঃশব্দ আওয়াজ চেপে
পুরোনো দেয়ালে থাকবো তাকিয়ে
স্মৃতি জড়িয়ে ধুলোয় যাবো মিশে।।

হঠাৎ একদিন ধরাধামের স্মৃতিতে
নিকষ আয়োজন করবে তুমি
আমার শূন্যতা পরবে মনে
দু-ফুটা লোনা জলে আফসোসে
হয়তো সাজাবে না আর তোমার মনে।

অদৃশ্য অবিচল এক পিপাসায়
মুহূর্ত গুলো হয়তো জাপটে ধরবে
অনুভূতি মিশবে ঠুনকো লেহনে
ছুঁতে চেয়েও পারবে না ছুঁতে আমাকে
এরপর উড়াবে ফানুস তোমার মনে
নতুন কোনো রঙিন উৎসবে।