________আভাস
তুমি তো নও শুধু আমার রাতের অনুভূতি
তুমি তো নও শুধু আমার দিনের আলো
তুমি আমার মস্তিষ্কের চয়নে, এক বিশালতা
শব্দ ঘিরে জমে থাকে সব, জমানো নীরবতা।
তুমি আমার, শুধু আমার এক বিশালতায়
ভালো খারাপ উত্তাল নীড়, যোগ পাতায়
তুমি দৃষ্টি ভরা সুখের ছোঁয়া শীতলতায়
মোহ ঘেরা তোমার নেশায় মৃদ্যু আভাসে।
_________রুকন