গানেরা নামেঃ আঙুল

কখনো আমি/ ভাবিনি
তোমার আলো ছোঁবে/ আমায়
দু-চোখের মাঝে আছো/ তুমি
ঘুমের মাঝেও দেখি/ তোমায়
আঁধারে আমি খুঁজে/ পাই
তোমার আঙুলের/ ছোঁয়ায়

তুমি আমার হৃদয়/ ছুঁয়েছ
পেয়েছ অন্তরে/ ঠাই…
আমার মাঝে শুধু/ তুমি
তোমাকেই খুঁজে / পাই…

কল্পনা জুড়ে ছবি/ আঁকি
তোমায় নিয়ে/ লুকোচুরি
তোমার মাথা এই/ বুকে
চাই প্রতিটি রাত/ সুখে

তুমি আমার হৃদয়/ ছুঁয়েছ
পেয়েছ অন্তরে/ ঠাই…
আমার মাঝে শুধু/ তুমি
তোমাকেই খুঁজে / পাই……

____রুকন