_____আমি বেখেয়ালে
খবর উঠবে ভোরের পত্রিকায়
জেগে থাকবে রাত জাগা পাখিরা
শুনবে পৃথিবী নতুন শ্লোগান
কেউ থাকবে কি সে অপেক্ষায়?
ফুরিয়ে যাবে পদ চিহ্ন, বেখেয়ালে
ডাকবে না আর কেউ পিছুটানে
আমি এক শূন্য ছবি কারোর মনে
একে যাবো, রেখে যাবো, অল্প ছবি।
নিজস্ব স্বার্থের বিপরীতে প্রিয় রং
হয়ে যাবে কালো রঙ্গের আদল
চলবে পৃথিবী নিজ পথে আমি নেই
সেখানে যতোই থাকুক আলো।
_____রুকন