চেনা রাস্তায় আমার অচেনা আত্তা
বস্তু আমি ভাসি ডুবি সেখানে,
মিনতির খাম খেয়ালে নিঃশ্বাস
বুকের মাঝে জমানো পাহাড়ে।
স্বাধীন নামের কিছু স্বপ্ন বুনে
সুতোর নাগাল হীন মানব আমি,
সময়ের স্রোতে মত্ত কিছুতে
পার করে যাচ্ছি ভান করে।
আজ আমি নির্ভয় মানুষ
কালকে আমি কেমন মানুষ?
চিন্তার ঘোরে ঘুরপাক খেয়ে
ফিরে আসি নিজের দাবি ধরে।
দূর থেকে মহা আকর্ষিত আমি
কাছে এলে মিলিয়ে যায় পলকে
পথহারা নির্বাক হয়ে চুপসে গিয়ে
আবার বেচে থাকার প্রবনতাতে।