একটাই তুমি__

বুকের গভীরে জমা কথা
লুকিয়ে রেখেছি যতনে
তুমি এসে বললে কথা
ধরবো তোমায় জড়িয়ে
আমি ছায়া হয়ে থাকবো
প্রতিক্ষণ প্রতি বিকেলে।
বৃষ্টি বিলাস রোদের হাঁসি
তোমায় পেলে সময়ে
উড়ে উড়ে রঙ ছড়াবো
বলবো তোমায় ভালবাসি…
জানিয়ে দেবো পৃথিবীতে
তুমি আছো তুমি থাকবে
বেঁচে আছি একটাই তুমি
আর তোমাকেই ভালবাসি।

রুকন__