দূরের ঐ সূর্য রেখা
আলোকিত উৎসবে
রাতের আঁধারে হারায় সেটা
চাঁদের আলো তার বিপরীতে।
আঁধার মাঝে ফুলের গাছে
ইচ্ছে মতো ফুল ফুটে
সেই ফুল ঝরে পরে
শীতের শেষ অন্তিমে।
থাকে না জমা কোনো রঙ
কখনো হয় ফ্যাকাসে
আঁধারও চিরজীবী নয়
একদিন মিশবে ভোরের আলোতে।
আলোক পাতে জেগে উঠে সব
মৃত বাতাস মাতবে না উল্লাসে
জল রঙ ইচ্ছের ক্যানভাসে
অর্ধ সমাপ্ত ছবিও একদিন মাতবে রঙে।