এমন উড়োঝরা দুপুর খেলতে যাই বাপি
সবুজপাতা বন্ধুরা ডেকে যাচ্ছে ছেড়ে দাও না প্লিজ
কে শোনে অস্ত্রাগার লুন্ঠনের সেই কবেকার গল্প!
কাঁচাপাকা চুলে বাপিকে প্রাচীন লাগে
যেন এই মাত্র ছুঁয়ে এলো ক্ষুদিরামের কিশোর মুখ,
সূর্যসেনের হাতে বই কিছুটা উষ্ণ আলোচনা শেষে
একটি অতি সাধারন নারীর হাত দু হাতের মুঠোয় রেখে
বলে উঠলেন, জয় হোক বীরব্রতা, জয়ী হও নারী।
জয় হোক জয় হোক
চশমার কাঁচ বদলে বদলে ভারি হয়
স্তুপ স্তুপ বইয়ের আড়ালে সশব্দ নিঃশ্বাস
বাপি নেই, শৈশব নেই সবুজ পাতা খয়েরি হয়ে
অস্পষ্ট ছবিটিতে গাল রাখে,
জয় হোক জয় হোক জয়ী তুমি প্রীতিলতা ওয়াদ্দেদার
----------------------