তুমি কি পাহাড়ে উঠেছ কোন?
নারী পাহাড়!
অবিশ্বাসের জুতো জোড়া অদৃশ্য রেখে
উগ্রতর ভালবাসায় দু একটি কবিতা কি মন্ত্রের মত
বিছিয়ে দিচ্ছ কচি ঝাউয়ের নরম সবুজ মাটিতে?
রঙ চায়ে কফিদানা মিশিয়ে খাচ্ছি আর
ছুতো খুঁজছি কাঁদতে
তুমি দূরে গেলেই রাক্ষুসী সন্দেহগুলো সুতো ছাড়ে,
জ্যোৎস্নার আলো ছুরি হয়ে কেচে দেয় বিশ্বাসী জমিন
না মানা ভয়েরা বিভৎস কুচকাওয়াজে আমাকে পেড়ে ফেলে
আর্ত চীৎকারে বলে উঠি তুমি আমার কেবল আমার
শুনতে পাচ্ছ
কেন দূরে গেলেই এত ভালবাসি তোমাকে ?
**************