রোদ্দুর মুছে দিচ্ছি মন থেকে
এসো হে শ্রাবণ,
জলমুখে মুখ রেখে হেঁটে যাই বর্ষার দশ দিক,
সবুজ রুমালে বেঁধেছি মখমলি মেঘ,
থই থই জলে খেলি আরো একবার
এখনো রেখেছ মনে সেই সে ভ্রমর কামড় ?
ছেঁড়া শাপলায় প্রজাপতি রঙ ?
মেঘ উড়াল দিন রাত?
এই যে চিবুকে জমেছে
মরুভূমি হাহাকার,
শরীরে জ্বলে বালুময় খরতাপ
তবু আরো একবার ধীরে ধীরে ধীরে
তুমি এসো হে রবীন্দ্রনাথ!
------------