না আমি অন্ধকারের কোন গান শুনতে পাচ্ছি না
তবে কি ওরা আমাকে বধির করে দিয়েছে ?
আমার শাড়ির আঁচল পাক খেয়ে নেমে যাচ্ছে
রক্ত ঘাম আর আর্তনাদের পাশে, আমি কি রাক্ষুসী হলাম ?
ভয় পেও না মেয়ে , যে নারীর শরীরে গেঁড়ে বসেছে ধর্মের কামড়
সে ত অনেক দূর, কবন্ধ লাশ দেখে কেন কাঁপছ ?
বিদ্রোহে ? আশোকের ধড় ফুটে বেরিয়ে আসে ফুলের সাহস
তুমি তো ভুঁইচাঁপা, জোলো শাপলায় আগুন কি আর জ্বলে !
জলে ভাসে ঈশ্বর , অক্ষর, স্বাধীনতা, ধড়হীন মুণ্ডু
ওরা কিন্তু কথা বলে! কি ভাবো নির্বাক সবাই?
কে তোমাকে দিয়েছে অধিকার ? জান্নাত চাও ? নিয়ে নাও
জাহান্নামের দরোজায় কেউ কি ডেকেছে তোমাকে ?
আমি একটি একটি মৃত্যুকে তাসবিহ করে বিচার চাইব,
ক্রুশবিদ্ধ বুকে গীর্জায়, নৈবদ্যের থালা হাতে মন্দিরে আর
পবিত্র কাবার মসজিদে তোমাদের নামে নালিশ করব
তোমরা অস্বীকার করেছ পবিত্র ইনসানিয়াতকে !
তোমার কি সাহস আছে ,তারও বেশি দুঃসাহস ধরেছে এই পৃথিবী
উন্মুক্ত করেছে মানবিকগ্রন্থ , পাঠ কর ! আছে কি কোন ক্রুদ্ধ বাণী,
বিদ্বেষী আয়াত ? ক্ষমাহীন উৎকট উন্মাদনা ? এরই নাম ইনসানিয়াত !
সকল প্রশংসা তার, যে কিনা মানুষের জন্যে মানুষ হয়ে কাঁদতে জানে !
-----------------------রুখসানা কাজল-----