যতগুলো নদী পেরিয়ে এসেছি ,
বলেছি ভাল থেকো জল।
দেখা হবে,
দেখা হবে কোনো বিকেলে    
পাশাপাশি বসে দেখে নেবো সূর্যের গলিত নিভে যাওয়া ।

আমাদের সেই শহর,
গা ঘেঁষে বয়ে যাওয়া মধুমতি মরে গেছে!
কত বার একটি ছবি চেয়েছি খাটরার অশত্থ গাছটির !  
আমি একাই স্বপ্ন দেখি,
ঘুরে ঘুরে নেমে আসছে হলুদ ঝরা পাতা,
শ্যাওলার সর সরিয়ে জলপোকা তুলে নিচ্ছে চৈত্রের শালিক ।  
বাঁধাকপির ক্ষেতে মুখ উঁচিয়ে চেয়ে থাকা
সেই মোরগঝুঁটি ফুল গাছটির কথা মনে আছে ?
মূলা কপির ঘরোয়া বাগান ?
তোমার সেই ছবি আঁকিয়ে বন্ধু
অনিন্দিত উল্লাসে যে চলে গেল মেঘের দেশে!
কেন যে গেল!

শহর উজিয়ে এক ভোরে ডেকে নিয়েছিলাম,
তারপর সেই ঘাসে ঘাসে পা ফেলে হরিণী উচ্ছ্রাস,
লাল  পলাশের মুকুট,
ফসলের ক্ষেত মাড়িয়ে সাদা বাছুরের পেছনে অর্বাচীন ছুটে যাওয়া !
কে জানত পরীক্ষা চলছে!
ছবি আঁকিয়ে চোখ পাকিয়েছিল বন্ধুর হয়ে।
দেখেও দেখিনি।
খই ফোটার মত ফুটেছিলাম নবান্নের সকালে।
রূপালি ফিতা ছিঁড়ে ছুটছি এখন !
খয়েরি স্মৃতি ভেঙ্গে মনে পড়ে অবাক কিশোর চোখ !    
-------------------------------------------------------------------------------