ধর,এখন যদি রুমি এসে দাঁড়ায় শাহবাগে,
সিলেটের কিশোর মুক্তিযোদ্ধা মন্টু রেকি করে এসে জানায়,
ওরা ভাগ হয়ে গেছে বস্, আম্মাকে ভাগ করে নিয়ে গেছে দু দল,
চেতনার ব-দ্বীপে উড়ছে দু দুটি শাহবাগ, আমরা এখন কি করি?
রিট্রিট, নাকি ফরোয়ার্ড মার্চ ? চাঁদ তখন আকাশের পুব কোলে,
অন্ধকার ঘুরে ঘুরে ছুঁয়ে যাচ্ছে আলো, নদী, জল ও মাটি,
দূরে অপেক্ষার রাজপথে বদি, জুয়েল, আজাদসহ তিরিশ লক্ষ প্রাণ।
উবু হয়ে বসে পড়ে রুমি, লাঞ্ছিত অপমানে চন্দ্রাহত চাতকের মত মুখ তুলে
ডুকরে কেঁদে উঠে, বুকের পাঁজরে পাঁজরে সেনাবুটের আঘাত, খসে যাচ্ছে মন্টুর মুখ,
হাত, পা, সশব্দ ফিনকি দিয়ে গলে যাচ্ছে দেহ, বস্, জয় বাংলা আর কতদূর?
আলকাতরার মত কালো মিলিটারি কম্বলের নীচে থ্যাতলানো রুমি,
কনসেনট্রেসন ক্যাম্পের মেজর হুকুম ঝাড়ে, উসকো কুত্তা পে ফেক দো,
ক্যাম্পের দেয়ালে দেয়ালে আলো ছায়ায় ফুটে উঠে বাংলা তর্জমা,
কুত্তা দিয়ে খাওয়াবো,ফের যদি দাবী করিস বিচারের, না লায়েক, নাস্তিকের দল,
মালাউনের পা চাটা দালাল, বেয়নেটের ফলায় গেঁথে নেব মা বোনের ইজ্জত।
খুলনার বধ্যভুমির ছোট্ট ঘরে বুড়ো কসাইটা ঈগলের মত নিষ্ঠুর চোখে
ছুরি নাচিয়ে বলে, শুয়ে পড় বাবাসকল, মানুষ গরু ছাগল দেখি না আমি
মুক্তি দেখি শুধু, চান তারার পাকিস্তান অমর রহে, জিন্দাবাদ।
ইতিহাস সাক্ষী নব নব আদলে জন্ম নেয় নব নব ঘাতক ,
পৃথিবীও সাক্ষী ইতিহাসের আত্বাকে ধারন করে
যুগে যুগে হাজার বার জন্ম নেয় নতুন নতুন গণনায়ক!
*************************************