আমার আঁচলে ভাসে সৃষ্টির প্রথম নদী,
প্রথমা ফুল ভাসাই সে ত আমিই মাটিরংগা নারী,
বিস্ময় এনেছি আমি।
প্রেম ,সংগম,তুমি , তোমাকেও !
নাভিমূলে পদ্মের সুবাস,  
হাতের আঙুলে এনেছি সাম্যের সরলতা,
ভুমিজাত শ্যামল আর্দ্র আদর,
উষ্ণ অস্ফুট শ্বাস,  
প্রবুদ্ধ জ্যোৎস্নায় দিয়েছি চেতনার  শিশির ।

বলো কি দিয়েছ আমায় ?  
জটিল নিপুন বাবুই ঘর!
সন্তান ! দেয়ালে নিথর রবীন্দ্রনাথ !
মাতৃত্বের বাইরে কোন হরিণী প্রণয়?
মেঘ ছোঁয়ার আকুল আশ্লেষ ?  

--------------------------------------