কেউ কেউ চলে গেলে আদিগন্ত কেঁদে ফেলে,
দশ দিক বাড়ায় হাত, এই নাও সাদা বুক, ভেজা চরে
উড়ন্ত উদ্যত নীল ঘুঘু, আরও চাই, নাও যত পার!
কেউ কেউ চলে গেলে ইচ্ছে করে মুছে দিই ঠিকানা,
ফেলে দিই স্মৃতি গন্ধমাখা সুস্বাদু নদী,
হাঙ্গরে কুমিরে খেয়ে যাক, স্মৃতি করোটিতে নামুক অনুর্বর খরা,
শকুন ডানা মেলে বসে থাক আজীবন।
তবু নিত্যদিন স্মৃতি শবে দাঁড়িয়ে
সুর তুলি ভায়োলিনে,
ফিরে যায় উদ্যত চুম্বন সুতীব্র অভিমানে।
------------রুখসানা কাজল------