সাত জন্মের তিয়াস নিয়ে বসে আছি,
দুপুরটা টো টো করে সন্ধ্যার কোলে মাথা গুঁজলে
আকাশ কাঁপিয়ে চাঁদ উঠবে,
রাত পাখিদের বুকে ঘন ঘুম নেমে এলে
বুকের চাদর খুলে ফেলে ডেকে নেব চাঁদকে!
চৈতন্যের ঘরে যতই ঘুঙুর বাজুক,
মন্দিরার শত সাবধান, কে শোনে ?
আমি জ্যোৎস্না ও শিশির মেখে চাতক হব!
পুনর্জন্মের প্রতিশ্রুত বল্কল ভুলে গিয়ে
এজন্মকে সার্থক করব পবিত্র সধবার মত।।
-----------রুখসানা কাজল--------------