বাদুড়ের পাখার নীচে অন্ধকার বিষ হয়ে জমে আছে--
এইমাত্র ঝরে পড়া তালফল বিষাদ ছড়াতে ছড়াতে ঢুকে গেল অভাগীর ঘরে
কাঁসার থালাটা উঁচু করে কেউ একজন আবার ফিরিয়ে দেয়
প্রতিবিম্ব পরিস্কার ফোটেনি বলে,
তার গোলাপবালায় সুগন্ধহীন অহংকার!
কোন এক জানালা বেয়ে পুরনো বাড়ির কড়িবর্গায় সার সার বিষাদফল
কিশোরী একা একা খেলে যায়
হলুদ টপস কালো স্টিকারে জ্বলে টকটকে লাল আপেল,
লেভির নীল জীন্স---শুন্যতাকে হাতে ধরে ঠান্ডা গোল ঘরে নেচে যায়,
ফুলে ফুলে ঢলে ঢলে ----
বেলা অবেলায় এক পুরুষ নদ শিস দেয় জারুলের ডালে,
কৈশোর চমকে উঠে, জারুলের ডাল ছেড়ে কুসুম নরম বুকে
কূল ভাসে কূল ভাঙ্গে অজানা স্রোতে।
---------------রুখসানা কাজল-------------