ভুলকে ভুল বলেই জেনেছিলাম
তবু কেবলই ভুলের পদ্ম তুলেছি শতবার !
গেল জীবনের নয়ছয়ে বাড়ন্ত গাছটিকে হঠাত ছেঁটে
দেওয়ায় পাখি বসে না আর। তোমরা মুখ লুকাও।
জলাধারে চোখ এঁকে মুছে নাও অপরাধী আর্দ্রতা,
আমি ফিরে দেখি রক্ত, ক্ষয়, পরাজয় আর মৃতের হাহাকার।
তাই হাত রাখি অশোকের রক্ত ধোয়া হাতে। ছলনা নিতে ভুলিনি এবার ।
আমারও সময় আছে ! ইচ্ছার রঙধনুরা ধুসর ত নয়
ধনুকে টংকার তুলে জিতে নেব রাজালয়, রাজ্যপাট, রাজ দেবালয় ।

বৈশাখের কোন সাদা পুর্ণিমায় মুচকি হেসে পাশে তাকালে,
আমি স্ত্রোত্র পাঠের ফাঁকে ডানহাতে ছুঁয়ে নেব অশোকের হাত,
পথটা শিখে গেছি গুরু,
অতঃপর
বুদ্ধং শরণং গচ্ছামি--
---------রুখসানা কাজল-------------------