এই নবান্নেই ফিক্স, মাত্র ত কয়েকটা দিন,
সুন্দরী বিমানবালার সাথে খুনসুটি করতে করতে
পৌঁছে যাব বাংলাদেশ!
এই না –সাত পাত্তার পর্দা বেঁধে দেব চোখে,  
তুমি আমার। দখলে শেয়ার! মানি না! মানবও না,  
“এই হাত ছুঁয়েছে যাকে---,পাগলী! শাড়িটা লাল
রেখো , বিমানবন্দর আলো করে কালো মেয়ে,
বুক পুড়ুক সবার ।

দিল্লী থেকে ঢাকা ! কত দিন? কত বছর ?
যুগান্তর পেরিয়ে গেলো---  
আমাদের যুগ্ম কবিতার বই প্রাণ পেলো না,
প্রচ্ছদে ছড়ান সিঁদুররঙ, ভাঙ্গা শিকল,
হঠাৎ  উড়ে আসা দুটি প্রজাপতির বন্য চুম্বন!
ভস্ম হল, ভস্ম হল স্বপ্নগুলো। কেবল ফাঁকা সিঁথিতে  
আজন্মের অনুভবে আত্বার অধিবাস।

নবান্ন এসেছে আবার ----
মৃত্যু তালিকায় প্রাণটা তুলে দিতে চাই,
কেউ কি জানে আজরাইলের সাদা ঘরটা কোথায়?
কিম্বা যমালয়ের আগুন প্রাসাদ?
----------------------------