মাটি হলে বেশ হত নিঃশব্দ পাষাণ হয়ে থাকতাম,
হাজারবার বলতে হত না ভালবাসি ভালবাসি,
বরং পলিচাপা হয়ে ফসলের শিকড়ে মুখ রেখে
ছুঁয়ে থাকা যেত সারাবেলা।
নদী হলেও বেশ হত,  
দশ দিক পেঁচিয়ে জড়িয়ে নেওয়া যেত,
কখনো ঢেউ হয়ে কখনবা নিস্তরঙ্গ সমাহিতে ডুবিয়ে দেওয়া যেত  
উদ্ধত ফসলের আকাশমুখী চোখ চাওয়া ।

আমি বড় সোজাসুজি চেয়ে বসি,শিশুর বাড়ানো দু হাতের মত
দু চোখে আঁকা থাকে আমাকে দাও নাও এর ধাবমান সরল অংক।
পৃথিবীও থমকে তাকায়, অসম সাহসী বলেই কি মায়া রাখে বাঁকে বাঁকে!
অদৃশ্য ফেরেশতারা ভাসিয়ে দেয় অলৌকিক ভালবাসার সোনারতরী ,
আমি  ডুবতে ডুবতেও ভেসে উঠি সোনারং ধানের মত
আর বার বার হলুদ রেণুগন্ধ মাখা সরল বাতাসে ভেসে যাই
যেখানে রোদ্দুর ছায়ার কোলে মাথা রেখে গল্প করে চলেছে
আমার না বলা ভালবাসার।    
           **************