এসো গুছিয়ে জমাটি সংসার করি আর একবার
ঘর সাজাই যেমন মানুষরা করে থাকে।
বহুদিন দুধভাত হয়ে থেকে গেলাম মানুষের সংসারে,
এবার মাপা তেলে লাল ঝালে রসুন ফেলে ঠিকঠাক সম্ভার দেব
ঈর্ষা,ক্ষোভ, ভালবাসার দেহজ নিত্যতা।
আমার খোলাচুলে গুঁজে নেব নকল গোলাপ ,
তোমার উড়ো চুলে পারিপাট্যের আঁচড়,প্যান্টের ভাঁজে তাতানো ইস্ত্রির ছোঁয়া,
নন্দস অথবা পিজা হাটের আলো আঁধারে ছুরি কাঁটার রুমঝুম!
প্রমিস ভালবাসার, আমি কখনো বলবনা প্রান্তরে দাঁড়ানো মেঘের কথা,
বলব না এসো ভিজি, জল থই থই শাপলা বিলে উদোম হই জলজ অভিসারে,
শেষবেলার সুর্য দেখে তোমাকে চমকে জড়াব না অজানা হারানোর ত্রাসে,
রাত ঘুম বাসি করে তোমার সাথে আর খেলব না ছায়া ছায়া মায়ামৃগ খেলা,
সত্যি বলছি, তিন সত্যির কসম, ঝুম বৃষ্টিতে আর কখনো
নেচে নেব না “ভ্রমর যেথা হয় বিবাগী--
এবার তেলে জলে মনে মনে মেনে নেব,
আমরা ত কবেই হয়ে গেছি একুরিয়াম মানুষ!
কেন যে বার বার ভুলে যাই, ইচ্চছে হলেই অনেক কিছু না পারার জীবনে
আর কখনো ফিরে পাবো না আমাদের বুনোহাঁস উড়াল