সুখ নয় জয় চেয়েছি আমি,
নদী মরে গেলে ডাহুকের ঘর ভাঙ্গে, মাছরাঙ্গারা উদ্বাস্তু হয়ে ভেসে যায়
নদীবতী নারীর শরীরে চর জাগে, পুরুষের দুচোখে জমে বালি কাদা মাটি,
আমি ওই চর চেয়েছি,  বালি কাদা মাটিও ,
দখলে, রক্তপাতে, হিংসায় , অশ্রু অথবা মৃত্যু প্রতিশোধে ।

দুটি অস্থির পা আরো বেশি অস্থির হয়ে ঘরে  ফেরে,
এই নিয়ে তিন দিন ভুলে যাওয়া আত্বজের ওষুধ কেনা,
হলুদ রঙে ছেপে যাচ্ছে লিভার শিশুর হাতে মৃত্যু রেখেছে হাত।
বদ্ধ ঘরের বাতাসে তরলের কড়া সুবাস, নীল স্ক্রিনে কাঁপে জৈবিক সুখ
এ সংসারে কে কার ? যে জিতে শুধু তার! লাইফ ইজ বিন্দাস
ঘর ভেঙে যায়, ভাংতই , কে ভাংগে, কে দেয় আগুণ !
যার ভাঙ্গে সে দায়ী ! দায় তার ! বাকি সব নিমিত্তি !  

আমি জয়ী আজ  ! ছিছিক্কার কে মানে?  বিন্দাস লাইফ,
জীবনের কাঁধে জোয়াল দিয়েছি বেঁধে ,
তোমার শিশু মরে যাবে হলুদ মেখে মেখে, তুমি কাঁদবে  জীবন !
শীত রাত্তিরে হিম বারান্দায় উদোম দাঁড়িয়ে থাকবে
হেলাফেলায় ছুঁড়ে দেব একটি ছেঁড়াফাটা চাদর,
তোমার শরীরের রোম ফুঁড়ে জেগে উঠবে বোধ,
বুঝে নিও শিশুটি মারা গেছিল শীত বিকেলে কাঁপতে কাঁপতে,  
তোমার আত্বরতির সুখে বাঁধা না হয়ে,
সুখ নয় জয় চেয়েছি শুধু আমি।
***********************