আমার কি কখনো কিছু ছিল !
টুকরো উঠোন,দোলনাদোল,একটি মন কেমন করা সন্ধ্যা !
আমার চোখ ঢেকে দিলে আজন্মের পর্দায়,
শিমূল কাঁটার বল্কল পরিয়ে দিলে কিশোরি বুকে,
একটি রৌদ্রতপ্ত আগুনজ্বলা দুপুরে শুকনো শুন্য মাঠে
তোমারা হেসেছিলে হায়েনার হাহা হাসি ।

দিগন্ত প্রান্তর পুড়ে মুছে গেছে,
চোখ ধাঁধানো আকাশে ছিল না বিন্দু জল ,
মৃন্ময়ী বুকে ঠাঁই খুঁজেছি, সীতা মা আমার,
সাথে নাও, স্বজন পীড়নে আমিও অবাকিত !
আমার কষ্টকে নিয়ে রঙ খেলেছে যারা
তাদের দু চোখে প্রেত আত্মার ঘন ছায়া
লোবানের সুগন্ধে জ্বলে ডাইনীর ধারালো নখ !

তবে কি ফিরে যাবো ? বুনোফুল? অলকানন্দা লতা ?
ঘাস ফড়িঙয়ের পাখায় দুলে ওঠা হলুদ প্রেম? থাকি কিছুক্ষন !
ঘাটের শ্যাওলার মত অতল স্পর্শ নিয়ে ছুঁয়ে থাকি কিছু মুখ !
জোনাকের আলোয় পুড়ি না হয় আরো কিছু বেলা !
****************************