বাইরে না মানলেও হয় এমন বৃষ্টি!
রোদ এসে ছুঁয়ে যাচ্ছে ভেজা মুখ,
ছুঁয়ে ছুঁয়ে ঝরে পড়ছে আমাদের গায়ে
বৃষ্টি, রোদ আমি ও সে,
কেউ কারো নই!
অবিশ্বাসী শ্রাবণে তোমাকে হারাবো,
সে তো জানতাম!
ছাদের কিনার থেকে
ডেকে নিয়ে বলেছিল মেঘ,
অচঞ্চল হও নারী,
এই তো খেলা শুরু সত্যভঙ্গের!
ভাঙনের পথে পথে পা ফেলে ফেলে
পুড়ে পুড়ে পুড়ে,
জ্বলে যাও শুধু।
---------