( ১)
এমন ই ত হওয়ার ছিল
পরাভুতের কান্নাটা আমায় দিয়ে
তুমিও কাঁদবে!
আমি কষ্ট কান্না সয়ে সয়ে
বিজিতা হয়েও মনে রাখব
শুধু তোমাকে।
(২)
সেদিন তোমাকে খুব মলিন লেগেছিল,
ছেঁড়া ধুকড়ি ,ন্যাতানো,ধুসর,
জলভেজা কাগজের মত
তবু কেন যে ছুটে ছুটে যাই!
(৩ )
তুমি ছুঁয়ে দিলেই
সাত শ পরী গেয়ে উঠবে ধ্রুপদী সংগীত,
আকাশ জুড়ে বইবে তুফান নৌকা বাইচ,
কেউ কেউ ছুঁয়ে গেলে শিশির ভেজা ঠোঁটে
প্রজাপতি নাচে, কেন নাচে! কে জানে !
( ৪)
তুমি উদাস হলে
নিশ্চিত আমি বাউল হব,
শতভাগ মেখে নেব নির্মোহ ধুসর,
ছায়া হব, মায়া হয়ে ঘিরে নেবো শুধু তোমাকে।